Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০২৪

মিশন ও ভিশন

অভিলক্ষ্য (Mission)

  • নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহের জন্য ডিপিডিসি’র সর্বস্তরের পরিচালনা পদ্ধতি ডাটা-কেন্দ্রিক বিগ ডাটা মানসিকতায় পরিবর্তন করা।
  • উপকেন্দ্র ও বিতরণ লাইনের প্রতিটি ডিভাইস এবং মিটারিং এর সর্বক্ষেত্রে টু-ওয়ে কমিউনিকেশনসহ ডাটা-কেন্দ্রিক অবকাঠামো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য রি-ট্রেইনিং ও ফ্রেস রিক্রুইটমেন্ট করা।
  • দেশের ও কোম্পানির প্রচলিত আইন ও বিধি প্রতিপালন এবং নির্দেশনা যথাযথ অনুসরণের মাধ্যমে সকল স্টেইকহোল্ডারের কাছে ডিপিডিসি-কে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করা।  

 

রূপকল্প (Vision)

তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে ডাটা-কেন্দ্রিক অবকাঠামো নির্মাণ, নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য, প্রতিযোগিতামূলক বিদ্যুৎ সরবরাহ করে গ্রাহকগণের সন্তুষ্টি অর্জন ও দেশের সেরা বিদ্যুৎ সংস্থা হওয়া।

 

মূল্যবোধ (Values)

  • গ্রাহককে ডিপিডিসি'র অস্তিত্বের মূল ভিত্তি বিবেচনা করে দ্রুত, সাশ্রয়ী ও ঝামেলামুক্ত সেবা প্রদানের নতুন নতুন কৌশল অবলম্বন করা।
  • স্বল্পতম সময়ে, সহজে ও স্বচ্ছ প্রক্রিয়ায় গ্রাহক সংযোগ প্রদান করা।
  • ব্যয় যৌক্তিককরণ ও আয় বৃদ্ধির নতুন ক্ষেত্র অন্বেষণের মাধ্যমে ডিপিডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা।
  • সম্পদের পুনর্মূল্যায়ন, সরকার ও অন্যান্য পাওনাদারগণের দায় পরিশোধ এবং বকেয়ার পরিমাণ যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার মাধ্যমে কোম্পানির ব্যালেন্স-সীটকে বিনিয়োগকারীদের নিকট আস্থাভাজন করা।
  • নতুন ও উদ্ভাবনী কৌশল প্রয়োগের মাধ্যমে ডিপিডিসি'র সকল কার্যক্রমে গতিশীলতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা।

 

কৌশল (Strategy)

  • গ্রাহক সন্তুষ্টিই কোম্পানির অস্তিত্বের মূলভিত্তি।
  • সর্বক্ষেত্রে সততা ও শুদ্ধাচার অনুসরণ।
  • সেবাকে সর্বোচ্চ মানে উন্নীতকরণ।
  • ডিপিডিসি'র প্রতিটি কর্মীই পরিবর্তনের হাতিয়ার।