Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ ডিসেম্বর ২০২১

ডিপিডিসি'র ২০১৯-২০২০ বৎসরের ইনোভেশন প্রতিযোগিতা

বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়েজিত ইনোভেশন শোকেসিং এ ডিপিডিসি’র প্রথম স্থান অর্জন

 

গতানুগতিক নতুন বিদ্যুৎ সংযোগ, লোড বৃদ্ধি ও ৮০ কিঃওঃ লোড পর্যন্ত এলটিতে সংযোগ দেয়ায় প্রতিনিয়ত ট্রান্সফরমার স্থাপন বৃদ্ধি পাওয়ায় ঢাকা শহরে জায়গার সংকট দেখা দিচ্ছে। সরু রাস্তায় দুই পোলে ট্রান্সফরমার স্থাপন করা একদিকে কষ্টসাধ্য ও রাস্তায় চলাচলে বিঘ্ন ঘটে, অপরদিকে বাড়ির কাছাকাছি ট্রান্সফরমার স্থাপনে অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা থাকে। এছাড়াও, দুই পোলে ট্রান্সফরমার স্থাপনে অধিক সময় লাগায় শাটডাউন দীর্ঘায়িত হওয়ার ফলে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি পায় এবং  দুই পোলে ট্রান্সফরমার স্থাপনে খরচ বেশী হয়।

 

২০২১-২০২২ অর্থবছরের ডিপিডিসির ইনোভেশন কার্যক্রমের আওতায় কারিগরী ডিজাইন করে মোট ৫ টি সিঙ্গেল পোল ট্রান্সফরমার স্থাপন পাইলটিং করা হয়েছে। ঢাকা শহরের বায়ুর চাপ, ঝড়ের বেগ, ভুমিকম্প, ভূমির অবস্থা এবং ১০০০ কেজি ওজনের ট্রান্সফরমার বিবেচনা করে বর্ণিত সিঙ্গেল পোল ও অন্যান্য মালামাল ডিজাইন করা হয়েছে। দুই পোল ট্রান্সফরমার স্থাপনে প্রায় ৫০ বর্গফুট জায়গা প্রয়োজন হয় যেখানে সিঙ্গেল পোল ট্রান্সফরমার স্থাপনে ২৫ বর্গফুট জায়গা লাগবে। বাড়ি ঘর বা স্থাপনার বিপরীত দিকে ট্রান্সফরমার স্থাপন করা যায় বিধায় গ্রাহক অধিকতর নিরাপদ থাকবেন এবং অগ্নিকান্ডে দূর্ঘটনা কমবে ও ট্রান্সফরমার স্থাপনে সময় কম লাগবে বিধায় শাটডাউন হ্রাস পাবে।

Trulli

পূর্বের অবস্থা

Trulli

বর্তমান অবস্থা

Trulli

সার্টিফিকেট

Trulli

পুরস্কার

Trulli

পুরস্কার গ্রহণ