এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অস্কার হিসেবে খ্যাত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড (অ্যাপিকটা)-২০২০/২১ এ পাবলিক সেক্টর - ডিজিটাল গভর্নমেন্ট ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর IoT based automatic power interruption monitoring System
প্রকাশন তারিখ
: 2021-12-17
বহুল প্রতিক্ষার পর ঘোষণা করা হল এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যাওয়ার্ড (অ্যাপিকটা)-২০২০/২১ এর বিজয়ীদের নাম। সদ্য সমাপ্ত এবারের আসরে চারটি পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ।
দুইটি ক্যাটাগরিতে উইনার এবং দুইটি মেরিট পুরস্কার সহ মোট চারটি পুরস্কার অর্জন করে বাংলাদেশের প্রকল্পগুলো।
আজ ১৫ ডিসেম্বর ২০২১ তারিখে মালয়েশিয়া থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এশিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অস্কার হিসেবে খ্যাত এবারের আসরে পঞ্চম বারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ।
এবার পাবলিক সেক্টর - ডিজিটাল গভর্নমেন্ট ক্যাটাগরিতে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি.-এর IoT based automatic power interruption monitoring System এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির AUXILIO: A Head-mounted Mouse for People with Upper Limb Disability “উইনার” পদক অর্জন করে।
অন্যদিকে টারশিয়ারি স্টুডেন্ট - ব্যবসা ও শিল্প ক্যাটাগরিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি), বাংলাদেশ-এর IoT Based Agriculture Productivity recommendation System এবং সিনিয়র শিক্ষার্থী ক্যাটাগরিতে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট-এর IoT Based Smart Vending Machine for sanitary Pad "মেরিট" অ্যাওয়ার্ড অর্জন করে। মেরিট অ্যাওয়ার্ড অর্জনকারীদের দেওয়া হয় অ্যাপিকটার বিশেষ সনদপত্র।
উল্লেখ্য, বাংলাদেশে অ্যাপিকটার প্রতিনিধিত্বকারি দেশের তথ্য প্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের তত্ত্ববধানে গত পাঁচ বছর ধরে অ্যাপিকটায় অংশ নিচ্ছে বাংলাদেশ।