১৯৭১ সালের ৭ই মার্চ, এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কালজয়ী বজ্র কন্ঠের ভাষণের মাধ্যমে বাঙ্গালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন। এই ভাষণের মধ্য দিয়ে তৎকালীন সাড়ে ৭ কোটি মুক্তিকামী বাঙালির আশার প্রতিফলন ঘটে,আমরা পাই স্বাধীনতা,জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্রের। সেই ঐতিহাসিক ভাষণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান জানিয়ে আজ বিদ্যুৎ ভবনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ডিপিডিসি।