২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের "শুদ্ধাচার পুরস্কার" বিতরণ অনুষ্ঠান
প্রকাশন তারিখ
: 2021-06-23
২৩ জুন ২০২১ খ্রি.
২০১৮-১৯ এবং ২০১৯-২০ অর্থবছরের "শুদ্ধাচার পুরস্কার" বিতরণ অনুষ্ঠান আজ বুধবার ডিপিডিসি'র প্রধান কার্যালয়ে অবস্থিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেনারেল ম্যানেজার (এইচ আর) দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান মহোদয় নির্বাচিত এমপ্লয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শুদ্ধাচার চর্চায় ২০১৮-১৯ অর্থ বছরে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব মোঃ আব্দুল হান্নান মিয়া, ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স), ডিজিএম (অডিট), গভর্ণমেন্ট এন্ড রেভিনিউ অডিট দপ্তর এবং শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, কমপ্লেইন সুপারভাইজার, এনওসিএস বাংলাবাজার দপ্তর ।
এছাড়াও ২০১৯-২০ অর্থ বছরে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব তরিকুল ইসলাম টিটু, নির্বাহী প্রকৌশলী, এনওসিএস কামরাঙ্গীরচর দপ্তর এবং শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন জনাব সুলতান মাহমুদ, সিকিউরিটি সুপারভাইজার, বর্তমানে সুইচ বোর্ড এটেনডেন্ট হিসেবে কর্মরত আছেন।
ডিপিডিসি'র সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব, জেনারেল ম্যানেজার (এইচ আর) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় ডিপিডিসি'র ম্যানেজার /নির্বাহী প্রকৌশলী পর্যন্ত কর্মকর্তাগণ অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত থাকেন।
নির্বাচিত এমপ্লয়িদের মধ্যে পুরস্কার হিসেবে সনদপত্র, একমাসের মূল বেতন এবং ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ডিপিডিসি পরিবারের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।