ডিপিডিসি'র পক্ষ থেকে আয়োজিত নারী দিবস উপলক্ষে "বিজয়ের ৫০: নারীর বিজয়" শীর্ষক আলোচনা সভা ডিপিডিসি'র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রকাশন তারিখ
: 2022-03-08
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। "টেকসই উন্নয়নের জন্য আজ জেন্ডার সমতাই অগ্রগণ্য" প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়। ডিপিডিসি'র পক্ষ থেকে আয়োজিত নারী দিবস উপলক্ষে "বিজয়ের ৫০: নারীর বিজয়" শীর্ষক আলোচনা সভা ডিপিডিসি'র সম্মেলন কক্ষে গতকাল ৮ মার্চ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম আরফিন আরা বেগম, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ ও সদস্য ডিপিডিসি পরিচালনা পর্ষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন মিজ তানিয়া খান , যুগ্মসচিব , বিদ্যুৎ বিভাগ।
ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ডিপিডিসি'র সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব/প্রধান প্রকৌশলী/জেনারেল ম্যানেজার গণ এবং ডিপিডিসি'র সকল নারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডিপিডিসি'র পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে মিজ রয়েলী পারভীন ডেপুটি ম্যানেজার (এইচ আর) কে কর্মক্ষেত্রে স্বীকৃতি স্বরূপ সেরা নারী এমপ্লয়ি হিসেবে সন্মাননা প্রদান করা হয়।