Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ August ২০২০

অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-03-12

অনাকাঙ্খিত অগ্নিকান্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে সংস্থায় নিয়োজিত এমপ্লয়িদেরকে অগ্নিকান্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল হাতে-কলমে শিক্ষা দানের জন্য রাজধানী ঢাকার অধিকাংশ ও নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর আওতাধীন লালবাগ ১৩২/৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রে অদ্য ১২/০৩/২০২০ খ্রি. তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহায়তায় ডিপিডিসি’র ডিজিএম (এইচ আর), সিকিউরিটি দপ্তর এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী এনওসিএস লালবাগ দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে একটি অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। নিকটস্থ লালবাগ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জনাব কামরুল হাসান এর নেতৃত্বে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ৩২ সদস্যের একটি চৌকস অগ্নি নির্বাপক দল, সংশ্লিষ্ট উপকেন্দ্রে কর্মরত এমপ্লয়ি এবং নির্বাহী প্রকৌশলী, এনওসিএস লালবাগ এলাকায় কর্মরত এমপ্লয়িগণ মহড়ায় অংশ নেন। ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি জনাব বিকাশ দেওয়ান, নির্বাহী পরিচালক (অপারেশন্স) জনাব এটিএম হারুন অর রশীদ, প্রধান প্রকৌশলী, গ্রীড ও এন্ড এম জনাব ছরোয়ারে কায়নাত মোহাম্মদ নূর, প্রধান প্রকৌশলী এনওসিএস (সেন্ট্রাল) জনাব মোঃ আব্দুর রউফ সহ ডিপিডিসি’র বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ মহড়াটি প্রত্যক্ষ করেন। মহড়া শেষে স্টেশন অফিসার জনাব কামরুল হাসান উপস্থিত এমপ্লয়িগণকে অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল সম্পর্কে ব্রিফিং দেন এবং হাতে কলমে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার শিক্ষা দেন। ব্যবস্থাপনা পরিচালক, ডিপিডিসি মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত সুন্দর এবং কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য মহড়ার আয়োজক, সকল অংশগ্রহণকারী বিশেষ করে ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ডিপিডিসি’র এমপ্লয়িদেরকে ভবিষ্যতে যাতে কোন অগ্নি দুর্ঘটনা না ঘটে এ ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। উল্লেখ্য, ফায়ার সার্ভিসের সহায়তায় ইতোমধ্যে ডিপিডিসি’র ৫টি উপকেন্দ্রে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে সকল উপকেন্দ্রে একই ধরনের মহড়া অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।