বিদ্যুৎ বিভাগ কর্তৃক ১৯-০৫-২৪ ইং তারিখে বিদ্যুৎ ভবনস্থ বিজয় হলে ইনোভেশন শো-কেসিং আয়োজন করা হয়। উক্ত শো-কেসিং এ ডিপিডিসিসহ মোট ১৮ টি সংস্থা অংশগ্রহণ করে।" স্মার্ট কাস্টমার এসিস্ট্যান্ট- চ্যাটবট (বিদ্যুৎ বন্ধু)" শীর্ষক উদ্ভাবনী ধারণা বাস্তবায়ন করে ডিপিডিসি ২য় স্থান অর্জন করে।উক্ত অনুষ্ঠানে বিদু্যৎ বিভাগের সিনিয়র সচিব পুরুষ্কার বিতরণ করেন।