২০২০-২১ অর্থবছরের "শুদ্ধাচার পুরস্কার" বিতরণ অনুষ্ঠান আজ রবিবার ডিপিডিসি'র প্রধান কার্যালয়ে অবস্থিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রকাশন তারিখ
: 2022-05-29
২০২০-২১ অর্থবছরের "শুদ্ধাচার পুরস্কার" বিতরণ অনুষ্ঠান আজ রবিবার ডিপিডিসি'র প্রধান কার্যালয়ে অবস্থিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেনারেল ম্যানেজার (এইচ আর) দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান মহোদয় নির্বাচিত এমপ্লয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শুদ্ধাচার চর্চায় ২০২০-২১ অর্থ বছরে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন জনাব আ. ন. ম নাজমুল হক, নির্বাহী প্রকৌশলী, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, ট্যারিফ এন্ড এনার্জি অডিট দপ্তর এবং শ্রেষ্ঠ কর্মচারী হয়েছেন জনাব মো: আলম হোসেন, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, প্রধান প্রকৌশলী (এনওসিএস নর্থ) দপ্তর ।
ডিপিডিসি'র সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব, জেনারেল ম্যানেজার (এইচ আর) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিপিডিসি'র ম্যানেজার /নির্বাহী প্রকৌশলী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত থাকেন।
নির্বাচিত এমপ্লয়িদের মধ্যে পুরস্কার হিসেবে সনদপত্র, একমাসের মূল বেতন এবং ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ডিপিডিসি পরিবারের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।