ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত দেশের সকল জনগণ’ প্রতিপাদ্য নিয়ে আজ ১২ ডিসেম্বর ২০২১ খ্রি. রবিবার "ডিজিটাল বাংলাদেশ দিবস-২১" উপলক্ষে ডিপিডিসি'র উদ্যোগে বিজয় হলে (বিদ্যুৎ ভবন, লেভেল-১৪) দিনব্যাপী ডিপিডিসি'র বিভিন্ন ডিজিটাল ও আইসিটি কার্যক্রম প্রদর্শন করা হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল কার্যক্রমের উদ্বোধনী ও স্টল পরিদর্শন করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান, সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট), ডিপিডিসি জনাব আব্দুল্লাহ নোমান।
প্রতিমন্ত্রী মহোদয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।
দিনব্যাপী অনুষ্ঠানটি সকাল ০৯:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল।