Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০২২

ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে দিনব্যাপী ডিপিডিসি’র ডিজিটাল কার্যক্রম প্রদর্শনী


প্রকাশন তারিখ : 2022-12-14

 

১৪ ডিসেম্বর,২০২২।। ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে ডিপিডিসির উদ্যোগে বিদ্যুৎ ভবনের বিজয় হলে (লেভেল ১৪) ডিপিডিসি’র বিভিন্ন ডিজিটাল সার্ভিসের উপর দিনব্যাপী এক ডিজিটাল কার্যক্রম প্রদর্শনের আয়োজন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে ”প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এ স্লোগানকে সামনে রেখে ডিপিডিসি পরিবার উদযাপন করেছে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হাবিবুর রহমান, সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, মাননীয় উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ও পরিচালক, ডিপিডিসি পরিচালনা পর্ষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব মো: হাবিবুর রহমান, সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ ডিপিডিসি’র ডিজিটাল কার্যক্রম প্রদর্শনীর প্রশংসা করে তার বক্তব্যে বলেন, বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর মধ্যে অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে ডিপিডিসি ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগীতা করবে এবং অন্যদের পথ দেখাবে। ডিজিটাল বাংলাদেশ বা¯তবায়নের মাধ্যমে সরাসরি গ্রাহকের সাথে সম্পর্ক জোরদার করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের জন্য ডিপিডিসি প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, গ্রাহকসেবার উৎকর্ষতা ও আভ্যন্তরীন ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান তার বক্তব্যে তুলে ধরেন।
এছাড়াও ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালনের অংশ হিসেবে ডিপিডিসি সকল স্তরের এমপ্লয়ীদের আইসিটি এবং অটোমেশন বিষয়ে সম্পৃক্ত করা এবং প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য গত ০৮ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো। ডিপিডিসি’র সকল কর্মকর্তা ও ¯টাফবৃন্দ উক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। কুইজ প্রতিযাগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন জনাব মো: হাবিবুর রহমান, সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, ডিপিডিসি পরিচালনা পর্ষদ। এছাড়াও ডিপিডিসির মধ্য থেকে নির্বাচিত সেরা আইসিটি কর্মকর্তা এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ডিপিডিসি’র কর্মকর্তাদেরও অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংস্থাপ্রধানগণ, দোকান মালিক সমিতি ও সম্মানিত গ্রাহকবৃন্দ, ডপিডিসি’ির সকল নর্বিাহী পরচিালক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অনলাইন ও ফেসবুক লাইভে ডিপিডিসি’র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।