আনুষ্ঠানিকভাবে চর সৈয়দপুর ১৩২/৩৩/১১ কেভি জিআইএস গ্রীড উপকেন্দ্র চালু
প্রকাশন তারিখ
: 2021-12-22
আজ আনুষ্ঠানিকভাবে চর সৈয়দপুর ১৩২/৩৩/১১ কেভি জিআইএস গ্রীড উপকেন্দ্র চালু হলো। গ্রীড উপকেন্দ্রটি চালুকরণ করেন সম্মানিত সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ডিপিডিসি জনাব মোঃ হাবিবুর রহমান ।
উক্ত অনুষ্ঠানে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব, প্রধান প্রকৌশলী এবং ডিপিডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রিমিয়ার ও শাহ সিমেন্টের প্রতিনিধি ও স্থানীয় গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
ডিপিডিসি’র “Construction of New 132/33 kV & 33/11 kV Substations under DPDC” প্রকল্পের আওতায় উপকেন্দ্রটি নির্মিত হয়েছে। উক্ত প্রকল্পটির প্রকল্প পরিচালক ছিলেন নির্বাহী পরিচালক (প্রকৌশল) জনাব মোঃ গিয়াস উদ্দিন জোয়ার্দার ।