বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ইনোভেশন শো-কেসিং-২০২১ এ “স্বল্প ও জনাকীর্ণ জায়গায় সিঙ্গেল পোল ট্রান্সফরমার স্থাপন” উদ্ভাবনী’র জন্য ১ম স্থান অর্জন করেছে ডিপিডিসি
প্রকাশন তারিখ
: 2021-08-29
২৯ আগস্ট ২০২১ খ্রি. বিদ্যুৎ বিভাগ কর্তৃক আয়োজিত ইনোভেশন শো-কেসিং-২০২১ এ “স্বল্প ও জনাকীর্ণ জায়গায় সিঙ্গেল পোল ট্রান্সফরমার স্থাপন” উদ্ভাবনী’র জন্য ১ম স্থান অর্জন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বিদ্যুৎ সচিব জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নিকট হতে সন্মাননাপত্র গ্রহণ করেন।
মুজিব বর্ষ উপলক্ষ্যে উদ্ভাবিত সিঙ্গেল পোল ট্রান্সফরমার এর উদ্ভাবক জনাব মোঃ মুজিবুর রহমান, প্রধান প্রকৌশলী (অবসরপ্রাপ্ত), ডিপিডিসি। ইনোভেশন কর্মকর্তা হিসাবে এই ট্রান্সফরমার স্থাপন ও চালু করার সার্বিক তত্ত্বাবধান করেছেন জনাব সাইফুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, স্টোর সার্কেল, ডিপিডিসি।
পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে এমডি মহোদয় ইনোভেশন কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ইনোমেশন কমিটির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।