JICA কর্তৃক আয়োজিত জাপানে অনুষ্ঠিত Counterpart Training under "The Project for Establishment of National Spatial Data Infrastructure (NSDI) for Bangladesh" শীর্ষক প্রশিক্ষণে জনাব বিপুল প্রসাদ রায়, উপ-বিভাগীয় প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (উন্নয়ন), ডিপিডিসি প্রথম স্থান অর্জন
প্রকাশন তারিখ
: 2023-03-22
Japan International Cooperation Agency (JICA) কর্তৃক আয়োজিত জাপানে অনুষ্ঠিত Counterpart Training under "The Project for Establishment of National Spatial Data Infrastructure (NSDI) for Bangladesh" শীর্ষক প্রশিক্ষণে জনাব বিপুল প্রসাদ রায়, উপ-বিভাগীয় প্রকৌশলী, প্রধান প্রকৌশলী (উন্নয়ন), ডিপিডিসি প্রথম স্থান অর্জন করেছেন।
এর পূর্বে জাইকা কর্তৃক আয়োজিত ব্র্যাক সিডিএম সাভারে ২০-২৪ মার্চ ২০২২ তারিখে অনুষ্ঠিত এনএসডিআই-এর ৫ দিনের কর্মশালায়ও জনাব বিপুল প্রসাদ রায় প্রথম স্থান অর্জন করেছিলেন যেখানে বাংলাদেশের বিভিন্ন সংস্থার প্রায় ৬৫ জন অংশগ্রহণকারী যোগ দিয়েছিলেন।