২০২১-২২ অর্থবছরের "শুদ্ধাচার পুরস্কার" বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশন তারিখ
: 2023-05-10
২০২১-২২ অর্থবছরের "শুদ্ধাচার পুরস্কার" বিতরণ অনুষ্ঠান আজ বুধবার ডিপিডিসি'র প্রধান কার্যালয়ে অবস্থিত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেনারেল ম্যানেজার (এইচ আর) দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান মহোদয় নির্বাচিত এমপ্লয়িদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন।
শুদ্ধাচার চর্চায় ২০২১-২২ অর্থ বছরে শ্রেষ্ঠ এমপ্লয়ী (২য় - ৭ম গ্রেড) নির্বাচিত হয়েছেন জনাব এলাইছ মিয়া, ম্যানেজার (এইচ আর), ডিজিএম(এইচ আর), এস্টেট এন্ড ট্রান্সপোর্ট দপ্তর ও শ্রেষ্ঠ এমপ্লয়ী (৮ম - ১২ গ্রেড) নির্বাচিত হয়েছেন জনাব মো: আওলাদ হোসেন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (টেক), নির্বাহী প্রকৌশলী, গ্রীড সাউথ-১ দপ্তর এবং শ্রেষ্ঠ এমপ্লয়ী (১৩ - ১৬ গ্রেড) হয়েছেন জনাব মো: বিপ্লব আকন, লাইনম্যান মেট, নির্বাহী প্রকৌশলী, আন্ডার গ্রাউন্ড ক্যাবল (নর্থ) দপ্তর।
ডিপিডিসি'র সকল নির্বাহী পরিচালক, কোম্পানি সচিব, জেনারেল ম্যানেজার (এইচ আর) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ডিপিডিসি'র কর্মচারী হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী/ডিজিএম পর্যন্ত কর্মকর্তাগণ অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত থাকেন।
নির্বাচিত এমপ্লয়িদের মধ্যে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট, একমাসের মূল বেতন এবং ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
ডিপিডিসি পরিবারের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।