Wellcome to National Portal
  • 2024-08-12-10-51-593f80be09de6cc8caf12804c04349ed
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২২

ডিপিডিসি’তে দুটি পৃথক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2022-08-24

2022-08-24-16-59-6d956691093ba0117781b59f6adcdd19

২৪ আগস্ট, ২০২২।। বিতরণ ব্যবস্থার সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করে গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে “ডিপিডিসি’র আওতাধীন এলাকায় উপকেন্দ্র নির্মাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ ক্যাপাসিটর ব্যাংক এবং স্মার্ট গ্রিড ব্যবস্থার প্রবর্তন” শীর্ষক প্রকল্পের অধীনে ৬টি উপকেন্দ্র ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মানের উদ্দেশ্যে দুটি পৃথক চুক্তি স্বাক্ষর হয়েছে।
এএফডি’র অর্থায়নে প্রকল্পের প্যাকেজ ১ এর লট ১ বাস্তবায়নের জন্য ডিপিডিসি’র সাথে জয়েন্ট ভেনচার অব লারসেন এন্ড টারবো লিমিটেড এন্ড এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের, এবং লট ২ বাস্তবায়নের জন্য জয়েন্ট ভেনচার অব এসপিটিডিই এবং রিভারি পাওয়ার এন্ড অটোমশেন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে।
ডিপিডিসি’র পক্ষ থেকে চুক্তিতে প্রতিষ্ঠানের কোম্পানি সচিব (উপ সচিব) জনাব মো: আসাদুজ্জামান এবং জয়েন্ট ভেনচার অব লারসেন, টারবো এন্ড এনার্জিপ্যাক পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সুব্রত দত্ত গুপ্ত এবং জয়েন্ট ভেনচার অব এসপিটিডিই এবং রিভারি পাওয়ার লিমিটেডের পক্ষ হতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আবু বকর সিদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির অধীনে ৬টি নতুন উপকেন্দ্র নির্মাণ, একটি বিদ্যমান উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি ও বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। যা বাস্তবায়িত হলে ডিপিডিসি’র নিয়ন্ত্রনাধীন এলাকায় ১৩২কেভি লেভেলে ৪৮০ এমভিএ ও ৩৩কেভি লেভেল ৫২৫ এমভিএ বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি পাবে। পাওয়ার ফ্যাক্টর ০.৮৫ হতে ০.৯০ এ উন্নীত হবে। এছাড়া স্মার্ট গ্রিড ব্যবস্থা প্রবর্তনের ফলে মিটার ও ট্রান্সফরমারকে অনলাইন মনিটরিং এর আওতায় আনা যাবে যার মাধ্যমে রক্ষণাবেক্ষণ সময় ও খরচ হ্রাস পাবে। টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল উভয় ধরনের লস হ্রাস করাসহ নিরাপত্তার সাথে সিস্টেম পরিচালনা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার বক্তব্যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পাদনের উপর গুরুত্বারোপ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে যেন কার্য সম্পাদন করা হয় তা নিশ্চিত করতে হবে। প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করার বিষয়ে সচেষ্ট থাকতে তিনি নির্দেশ প্রদান করেন।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে ডিপিডিসি’র নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব জনাব মোঃ শাহরিয়াজ, নির্বাহী পরিচালক (অর্থ) জনাব মো. গোলাম মোস্তফা, নির্বাহী পরিচালক (প্রকৌশল) জনাব মো: গিয়াস উদ্দিন জোয়ার্দার, নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট) জনাব আবদুল্লাহ নোমান, প্রকল্প পরিচালকসহ ডিপিডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং লারসেন এন্ড টারবো লিমিটেড পক্ষ থেকে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনাব সুব্রত দত্ত গুপ্ত, রিভারি পাওয়ার এন্ড অটোমশেন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আবু বকর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আরিফুল হক, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এজিএম জনাব মোঃ আজিজুর রহমান এবং এসপিটিডিই’র মার্কেটিং ডিরেক্টও জনাব হু মু সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।