বাংলাদেশের বঙ্গোপসাগরে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল'। রোববার (২৬ মে) রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে।
তাই ঘূর্ণিঝড় 'রেমাল' এর গতিবিধি বিষয়ে ডিপিডিসি'র পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে এবং সব ধরনের পূর্ব প্রস্তুতি নেয়া আছে।
ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে ডিপিডিসির বিভিন্ন এলাকায় তারের উপর গাছপালা পড়ে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার সম্ভাবনা আছে। বিদ্যুতের তার ছিড়ে পড়ে গেলে কোন ক্রমেই তা স্পর্শ না করার জন্য অনুরোধ করা হলো। ডিপিডিসি'র কারিগরি দল বিদ্যুৎ বিচ্যুতি পুনরুদ্ধারে প্রস্তুত আছে। দুর্যোগকালে ধৈর্য ধরে বিদ্যুৎ কর্মীদের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে সম্মানিত গ্রাহকগণের সহযোগিতা কামনা করছি।
এ সময় কোন অভিযোগ বা সেবা গ্রহণে ডিপিডিসি'র ২৪x৭ কলসেন্টার ১৬১১৬ নম্বরে অথবা সংশ্লিষ্ট এনওসিএস অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।