Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

ডিপিডিসি সম্পর্কে

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ বিতরণ কোম্পানি। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ২৫ অক্টোবর, ২০০৫ সালে কোম্পানি আইন ১৯৯৪ এর অধীনে গঠিত হয় যার অনুমোদিত শেয়ার ১০,০০০ (দশ হাজার) কোটি যা ১০০ (একশত) কোটি ১০০ টাকা দামের সাধারণ শেয়ারে বিভক্ত।

২৫ অক্টোবর, ২০০৫ থেকে ডিপিডিসি ব্যবসা আরম্ভ করার অনুমতি লাভ করে এবং অপারেশন শুরু করে ১৪ মে ২০০৭ থেকে। ডেসা থেকে সকল সম্পদ ও দায় দায়িত্ব গ্রহণ করে ১লা জুলাই, ২০০৮ থেকে কোম্পানি বাণিজ্যিকভাবে অপারেশন শুরু করে। ডিপিডিসি ৬,৫৫,৯০৮ জন গ্রাহক নিয়ে তার অপারেশন শুরু করে এবং বর্তমানে গ্রাহকের সংখ্যা ১৭,৭৪,৯৫২ (৩০ জুন, ২০২৪) এ পৌঁছেছে।

প্রচলিত আইনের কাঠামোর মধ্যে ডিপিডিসির সামগ্রিক পরিচালনার জন্য চূড়ান্ত কর্তৃপক্ষ হলো পরিচালনা পর্ষদ। সরকার কর্তৃক মনোনীত ১২ (বারো) জন পরিচালক দ্বারা বোর্ড গঠিত। পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী, ডিপিডিসি'র কৌশলগত ফাংশন একটি ব্যবস্থাপনা দল দ্বারা পরিচালিত হয় যার প্রধান হলেন ব্যবস্থাপনা পরিচালক ও পাঁচ নির্বাহী পরিচালক (যথাক্রমেঃ নির্বাহী পরিচালক (অপারেশন), নির্বাহী পরিচালক (প্রকৌশল), নির্বাহী পরিচালক (আইসিটি এন্ড প্রকিউরমেন্ট), নির্বাহী পরিচালক (ফাইন্যান্স) ও নির্বাহী পরিচালক (এডমিন এন্ড এইচআর))।
 
কর্পোরেট স্লোগানঃ  নির্ভরযোগ্য বিদ্যুৎ - উৎফুল্ল গ্রাহক।
 
অঙ্গীকারঃ
  • সব গ্রাহকদের জন্য মানসম্মত বিদ্যুৎ সরবরাহ
  • গ্রাহকের প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণ
  • গ্রাহকের পরিবর্তিত চাহিদা পুরণের জন্য উদ্যোগ
  • ডিস্ট্রিবিউশন সিস্টেম ডিজিটালাইজেশন

মূল লক্ষ্য ও উদ্দেশ্যঃ
  • গ্রাহকদের জন্য: গ্রাহককে যত্নের সঙ্গে নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা
  • মালিক এবং শেয়ারহোল্ডারদের জন্য: কোম্পানির আর্থিক সক্ষমতা অর্জন করা
  • সমাজের জন্য: সামাজিক মূল্যবোধ দৃঢ় করা এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব পালন করা
  • জাতির জন্য: জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রচেষ্টা গ্রহণ করা


এরিয়া ম্যাপঃ